Logo
Logo
×

সারাদেশ

খানাখন্দে ভরা সড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচল

Icon

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৫:৪৯ পিএম

খানাখন্দে ভরা সড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচল

নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিন পূর্ব প্রধান সড়ক সেবারহাট-নবীপুর সড়কে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির পানি জমে বেহাল। এ অবস্থায় সড়কে যাতায়াতকারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এ সড়কে যান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রধান সড়ক সেবারহাট-নবীপুর সড়কে সড়কটির দৈর্ঘ্য ৯ কিলোমিটার। ৫ বছর আগে সড়কটি সংস্কার করা হয়। বর্তমানে সড়কে খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার অনেক স্থানে গর্ত, পিচ ঢালাই ও খোয়া উঠে গেছে। এটা যে পাকা সড়ক তা বোঝার কোনো উপায় নেই। বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে কাদায় ভরে যায়। যানবাহনে যাতায়াত ছাড়াও পায়ে হাঁটা মানুষেরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন।

শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র শেখ সাইদুল ইসলাম রাহিম বলেন, আমাকে প্রতিদিন এ সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। সড়কের অবস্থা এত খারাপ যে গাড়িতে ওঠা খুবই কষ্টকর।  

জয়নগর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র আশ্রাফ হোসেন বলেন, সড়কের মধ্যে বড় বড় গর্ত, যার কারনে সড়কে প্রায়ই গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। এতে অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। 

সিএনজিচালক মিলন জানান, প্রতিদিন ছোট-খাট দুর্ঘটনার মুখোমুখি হতে হয়। শুধুমাত্র সড়কের খারাপ অবস্থার করনে প্রতিমাসে আমাদেরকে গাড়ি মেরামতের জন্য অতিরিক্ত ব্যয় করতে হয়।   

স্থানীয় বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল বলেন, ইতিপূর্বে সড়কের অবস্থা খুবই খারাপ, হাঁটাচলা করা খুব কষ্ট কর। সড়কের মাঝে বিভিন্ন স্থানে ভেঙে পুকুরে পড়ছে। এতে চলাচলকারীরা ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। বিষয়টি আমি উপজেলা পরিষদের একাধিকবার সমন্বয় সভায় উপস্থাপন করেছি। সভা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও কাজের কাজ কিছুই করা হয়নি। 

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে পরিদর্শন করবেন বলে জানান। আমি জনসাধারনের কষ্ট দূর করতে দ্রুত সংস্কার কাজ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সেনবাগ উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী সাবিনা সুলতানা জানান, উপজেলার সেবারহাট-নবীপুর এসড়কের সড়কটি ট্টগ্রামের একটি প্রকল্পের অধিনে নেওয়া হয়েছিলো। এখন সেই অবস্থানে নেই। স্থানীয় কেউ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি যোগাযোগ করে কোনো প্রকল্পে নিয়ে আসে তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় কার্যক্রমগুলো সম্পন্ন করতে ব্যবস্থা নেব। 

সেনবাগ খানাখন্দে সড়ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম