নিহত বাবলু, ছবি- যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের জকিগঞ্জে বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হুসাইন আহমদ বাবলু (২৫) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আটগ্রাম মরইরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার (৯ মে) হুসাইনের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ইতোমধ্যে আকদ সম্পন্ন হয়েছে। বিয়ে উপলক্ষে বাড়িঘর সাজানো গুছানো হচ্ছে। বিয়ের কার্ড ছাপিয়ে দেওয়া হয়েছে দাওয়াত। বাড়িতে আসতে শুরু করেছেন অতিথিরা।
স্বজনরা বলছেন, যে গেট দিয়ে বর সেজে যাওয়ার কথা ছিল, এখন সেই গেট দিয়েই গোরস্তানে যাবে বাবলুর নিথর দেহ।
পরিবার সূত্রে জানা যায়, বাবলু বিয়ের কেনাকাটা করে সিলেট থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে আটগ্রাম মরইরতল এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়েছি। কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
