Logo
Logo
×

সারাদেশ

রুপি ভারতীয় এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্সসহ বাংলাদেশি যুবক আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১০:৫১ পিএম

রুপি ভারতীয় এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্সসহ বাংলাদেশি যুবক আটক

রফিক নামে এক হুন্ডি ব্যবসায়ীর কাছ থেকে ভারতীয় এনআইডি ও ড্রাইভিং লাইসেন্স জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের বীরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল দল ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে সোমবার সকালে তাকে বাংলাদেশ অভ্যন্তরে আটক করেন।

আটক রফিক তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম টেকেরঘাটের বড়ছড়ার মৃত রুসমত আলীর ছেলে।

মঙ্গলবার বিকালে সিলেট সেক্টরের ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক যুগান্তরকে জানান, ২৮ বিজিবির সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল দল সীমান্তের রঙ্গারছড়া নামক এলাকা থেকে সোমবার সকালে রফিককে আটক করেন। এরপর তার হেফাজত থেকে ৩৪ হাজার ভারতীয় রুপি (মুদ্রা), ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া এনআইডি কার্ড, ভারতীয় একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করে বিজিবি টহল দল।

আটক রফিকের হেফাজতে থাকা নিজের ছবি সংযুক্ত ভারতীয় ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া এনআইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্সে নিজের নাম শশীমোহন সিনহা লেখা রয়েছে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক জানান, ভারতের মেঘালয়ের  কয়লা চুনাপাথর রফতানিকারক প্রতিষ্ঠানে গত কয়েক বছর ধরেই অবৈধ অনুপ্রবেশ করে ট্রাকচালক হিসেবে কর্মরত ছিলেন। সময় সুযোগ পেলে সীমান্ত ক্রস করে বাংলাদেশের সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া গ্রামের বাড়িতে যাতায়াত করতেন। বাড়ি ফেরার সময় ওখাকার বেতন হিসেবে ভারতীয় রুপি এবং আরও রুপি সংগ্রহ করে নিয়ে আসার পর বাংলাদেশে থাকা চোরাকারবারি চক্রের কাছে মূল্য বাড়িয়ে বাংলাদেশি টাকার বিনিময়ে ভারতীয় রুপি হাতবদল করা হতো। ভারতে ট্রাকচালক হিসাবে ও স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিকালে শশীমোহন সিনহা নামে এনআইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করা হতো।

সোমবার বিকালে আলামতসহ মামলা দায়েরপূর্বক বিজিবি তাকে তাহিরপুর থানায় সোপর্দ করেছে।

সুনামগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম