Logo
Logo
×

সারাদেশ

খাগড়াছড়িতে ৬৬ ভারতীয়কে পুশইন করল বিএসএফ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৫:১৬ পিএম

খাগড়াছড়িতে ৬৬ ভারতীয়কে পুশইন করল বিএসএফ

খাগড়াছড়ি সীমান্তে ৬৬ ভারতীয় নাগরিক অনুপ্রবেশ। ছবি: যুগান্তর

খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি সীমান্তে ৬৬ ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেছেন। আটক ব্যক্তিরা নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন। আটকরা বাংলা ভাষাভাষী।

তাদের গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বলে জানা যায়। 

বুধবার ভোর সাড়ে ৪টা থেকে মাটিরাঙা তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপূর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেনপাড়া সীমান্ত দিয়ে ২৪ জনসহ মোট ৬৬ জন ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবি। 

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসন নাজমুন আরা সুলতানা জানান, সর্বশেষ খবর পর্যন্ত ৬৬ জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করানো হয়েছে। বিজিবি বিষয়টি দেখভাল করছে। তাদের আওতায় রয়েছে অনুপ্রবেশকারীরা। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা তাদের দ্রুত পুশব্যাক করানোর চেষ্টা করছি। 

বুধবার ভোরে ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ভারতীয়কে অনুপ্রবেশ করানো হয়। অনুপ্রবেশের পর গোমতী ইউনিয়নের হাজীপাড়া আবুল মাস্টারের বাড়িতে অবস্থান করে তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিজিবির একটি টহল দল তাদের আটক করে। 

খাগড়াছড়ি মাটিরাঙা গুজরাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম