Logo
Logo
×

সারাদেশ

মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম আ.লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৭:২৫ পিএম

মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম আ.লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার। আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের; কিন্তু এ হত্যাকাণ্ডকে পুঁজি করে আওয়ামী লীগ তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল।

বুধবার দুপুরে টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণে ‘আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার বলেন, ‘সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত হয়- এটা যেমন চির সত্য, তেমনি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডে জড়িত নয় এটাও সত্য।’

টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি শেখ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

এতে আরও বক্তব্য দেন- টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, মোহাম্মদ আইয়ুব আলী, সরকার শাহানুর ইসলাম রনি, শিক্ষক মোস্তফা আমীর ফয়সল, সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল প্রমুখ।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গী নোয়াগাঁও স্কুল মাঠে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সন্ত্রাসীদের গুলিতে খুন হন আহসান উল্লাহ মাস্টার। এ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের বেশির ভাগই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম