Logo
Logo
×

সারাদেশ

সিলেট বিআরটিএ অফিস থেকে ব্যাংক চেক ও হকিস্টিক উদ্ধার: দুদক

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:১৪ পিএম

সিলেট বিআরটিএ অফিস থেকে ব্যাংক চেক ও হকিস্টিক উদ্ধার: দুদক

সিলেট বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট। অভিযানে বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের রুম থেকে ৫টি ব্যাংক চেক, ৩টি মোবাইল ফোন এবং একটি হকিস্টিক উদ্ধার করা হয়। 

অভিযোগ রয়েছে, হকিস্টিক দিয়ে বিভিন্ন সময় গ্রাহকদের অত্যাচার করতেন তিনি। এছাড়া রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের কাছ থেকে একটি আবেদন ও গ্রাহকের ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 

৫০ কোটি টাকা ঘুস বাণিজ্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার এ অভিযান চালায় দুদক। দুদক সিলেট অঞ্চল সহকারী পরিচালক আশরাফ উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করেছেন। 

দুদক জানায়, বিআরটিএ অফিসের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের রুম থেকে ৫টি ব্যাংক চেক পাওয়া যায়। 

প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, তার রুমের আলমারি থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে- যেগুলো অবৈধ কাজে ব্যবহার করতেন তিনি। 

এছাড়া রুম থেকে একটি হকিস্টিক উদ্ধার করেছে দুদক। এটি দিয়ে বিভিন্ন সময় মানুষকে অত্যাচার করতেন তিনি এ অভিযোগও দুদকের কাছে রয়েছে। ৩টি মোবাইল যাচাই-বাছাই করে সিলেট বিআরটিএ অফিসের পরিচালকের জিম্মায় দেওয়া হয়েছে। 

এছাড়া রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের কাছ থেকে একটি আবেদনে লাগানো গ্রাহকের ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করে কমিশন বরাবর পাঠানো হবে।

তবে এসব অভিযোগের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেন। তিনি দাবি করেন, জব্দ করা মোবাইল ফোন বিভিন্ন অভিযানে জব্দ করা দালালদের। তার রুম থেকে উদ্ধার হওয়া হকিস্টিকটিও তার না। 

সিলেট বিআরটিএ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম