Logo
Logo
×

সারাদেশ

আত্মীয়ের সৎকার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৮:৩৯ পিএম

আত্মীয়ের সৎকার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আত্মীয়ের লাশ সৎকার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান কেশবপুর খ্রিস্টান পল্লীর দুই ব্যক্তি। তারা হলেন জোহান সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৫০)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার তারা পার্শ্ববর্তী উপজেলায় এক আত্মীয়ের সৎকার করে বাড়ি ফিরছিলেন। রাতে যশোর-হ- ২১২২৪৮ নাম্বার মটরসাইকেল চুকনগর যশোর সড়কের কেশবপুর সদর ইউনিয়নের তালতলা এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। 

খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের একটি গাড়িতে করে তাদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১২.৪৫ মিনিটের দিকে তাদের মৃত ঘোষণা করেন। 

এ ঘটনা খর্নিয়া হাইওয়ে থানার ওসি এস এম কামরুল ইসলাম জানান, ঘাতক ট্রাক পালিয়ে গেছে।

পরিবারের লোকজন মামলা করতে অস্বীকার করলে তাদের আত্মীয়দের কাছে লাশ হস্তান্তর করা হয়।

যশোর কেশবপুর

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম