Logo
Logo
×

সারাদেশ

গাছে পিকআপের ধাক্কা, প্রাণ গেল তিনজনের

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৮:৪২ পিএম

গাছে পিকআপের ধাক্কা, প্রাণ গেল তিনজনের

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে চালকসহ প্রাণ গেল তিনজনের। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানে থাকা অপর একজন।

বৃহস্পতিবার বিকালে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার দাসেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক লাবলু, ঢাকার দোহারের তানভীর ও বরিশালের উজিরপুর এলাকার নাজমুল। এদের বয়স ৩০ থেকে ৩৫ বছর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনাগামী একটি পিকআপ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসের হাট মা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ওই পিকআপে থাকা চারজনের মধ্যে দুইজন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে চিকিৎসা অবস্থায় একজনের মৃত্যু হয়। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল পাঠায়।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দুইজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন মারা গেছেন।

মাদারীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম