হাওড়ে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৯:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ছাতকে হাওড়ে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মুজিবুর রহমান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয় সে।
ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসী।
নিহত মুজিবুর রহমান দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। সে মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে।
গ্রামের বাসিন্দা নিহতের চাচতো ভাই মুহিবুর রহমান বলেন, সকালে মাছ ধরতে গিয়ে নিজ বাড়ির পাশে সে বজ্রপাতে নিহত হয়েছে।
এ ব্যাপারে জানতে ওসি মুখলেছুর রহমান আকন্দকে মোবাইলে কল দেওয়া হলে তিনি রিসিভ করে ‘আমি সুনামগঞ্জ মিটিংয়ে আছি’ বলেই কল কেটে দেন।
