ভারত থেকে আসার পথে ঠাকুরগাঁও সীমান্তে আটক ১০ জন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১০:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন, সীমান্তের চাপসা বিওপি এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকার সময় বিজিবি ১০ জনকে আটক করেছে। তারা সবাই বাংলাদেশি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা জীবিকার তাগিদে ভারতে গিয়েছিলেন। বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আটক ব্যক্তিরা সবাই দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা হলেন- প্রতীক চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২৪), মোজাম্মেল হকের ছেলে সালমান (৪০), সদেত্র চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র (২০), মৃত মহিল উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), মফিজ উদ্দিনের ছেলে সোহেল (২৯), মেহেরাব আলীর ছেলে মুসলিম আলী (২৬), নীল কমল সরকারের ছেলে স্বপন চন্দ্র সরকার (২০), আবেদ আলীর ছেলে আফজাল হোসেন ও বিষেন চন্দ্রের ছেলে সমেস (২২)।
চাপসা গ্রামের স্থানীয় বাসিন্দা আবদুল হান্নান বলেন, এরা সবাই গরিব ঘরের মানুষ। কেউ দিনমজুর, কেউ রাজমিস্ত্রি। শুনেছি কয়েক মাস আগে কাজের খোঁজে ভারত গিয়েছিল। দেশে ফিরতে গিয়ে ধরা পড়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, আমি শুনেছি ১০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থল আমাদের অধীন নয়, এটি বিজিবি ৪২ ব্যাটালিয়নের দায়িত্বে থাকা এলাকা। দিনাজপুর ক্যাম্পের আওতায় পড়ে ঘটনাটি।
তবে দিনাজপুরে ৪২ বিজিবির সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে দারিদ্র্য এবং কর্মসংস্থানের অভাবের কারণে বহু মানুষ কাজের সন্ধানে অবৈধভাবে পার্শ্ববর্তী ভারতে পাড়ি জমায়। অনেক সময় ফিরতি পথে বিজিবির হাতে আটক হন তারা।
গত কয়েকদিন আগে বালিয়াডাঙ্গী ও রাণীসংকৈল সীমান্তে দুই দফায় আটজন দেশে ফেরার পথে বিএসএফের হাতে আটক হন।
