চাঁদার টাকা না পেয়ে চার আ’লীগ নেতাকর্মীর বাড়িতে হামলার অভিযোগ
স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১০:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নদী পরিবেষ্টিত চরহোগলা গ্রামে বুধবার রাতে ৪ আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
হামলাকারীরা এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতা ও তার সমর্থিত বিএনপি নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী রেশমা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মৃত নাসির উদ্দিনের স্ত্রী রেশমা বেগম ও তার ছেলে রাসেল উদ্দিনের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাবশালী আব্দুল মোতালেব মেম্বার ও তার ছেলে ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত প্রধান ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বুধবার রাত ৮টার দিকে প্রভাবশালী বিএনপি নেতা আব্দুল মোতালেব মেম্বার ও তার ছেলে শাহাদাত প্রধানের নেতৃত্বে বিএনপি কর্মী ফারুক, বাবু গাজী ও শহীদ মিয়াসহ ৪০-৫০ জনের বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন মেম্বারের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এ সময় বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কেয়ারটেকার আব্দুর রহমানকে পিটিয়ে আহত করে।
একপর্যায়ে হামলাকারীরা বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। লুটপাট করে নিয়ে যায় ৬টি এসি, দুটি ফ্রিজ, নগদ পাঁচ লাখ টাকা এবং আলমারিতে রাখা প্রায় ৪৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল। পরে হামলাকারীরা আওয়ামী লীগ নেতা নাসির মেম্বারের বাড়ির পার্শ্ববর্তী সোহেল মিয়া, মুকুল মিয়া, শামিম আহম্মেদ স্বপনের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর বিএনপি নেতা প্রভাবশালী আব্দুল মোতালেব মেম্বার ও তার ছেলে শাহাদাত প্রধান বেপরোয়া হয়ে উঠে। আত্মগোপনে থাকা বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে চাঁদা দাবি করে থাকে। মামলার ভয়ভীতি দেখিয়ে অনেকের কাছ থেকে চাঁদাও আদায় করে। যারা চাঁদা দিতে অস্বীকার করে তাদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো অব্যাহত রাখে।
ভুক্তভোগী রেশমা আক্তার জানান, অভিযুক্তরা হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি। হামলাকারীদের মধ্যে বিএনপি কর্মী ফারুক অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে বিএনপির এক প্রভাবশালী নেতার শেল্টারে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। অভিযুক্ত শাহাদাত প্রধানের বিরুদ্ধেও একাধিক চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে। বর্তমানে শাহাদাত প্রধান এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ বাহিনীর সদস্যরা আমাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদার টাকা না পাওয়ায় সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত প্রধান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা মুন্সীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে এসে তাদের বহর নিয়ে এলাকায় শোডাউন করে। বিষয়টি দেখে আমাদের কর্মীরা তাদের ধাওয়া করেছিল। হামলা ও ভাঙচুরের ঘটনাটি ৫ আগস্টের পরের দিন হয়েছে। এটা এখনকার ঘটনা না। চাঁদা দাবির বিষয়টি সত্য নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
