Logo
Logo
×

সারাদেশ

সড়কে সয়াবিন, মোটরসাইকেল পিছলে কৃষি কর্মকর্তা নিহত

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১০:৩৮ পিএম

সড়কে সয়াবিন, মোটরসাইকেল পিছলে কৃষি কর্মকর্তা নিহত

লক্ষ্মীপুরের রামগতিতে সড়কে শুকাতে দেওয়া সয়াবিনের ওপর মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে গিয়ে কৃষি কর্মকর্তা আব্বাস পাটোয়ারী বাবর (২৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস নোয়াখালীর সেনবাগ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভিরটেক এলাকার মৃত তরিক উল্লার ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, ৩ দিনের ছুটি পেয়ে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল সেনবাগ থেকে কমলনগর উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে রামগতি উপজেলার হাজীগঞ্জ এলাকা অতিক্রম করলে সড়কের ওপর শুকাতে দেওয়া সয়াবিনের ওপর মোটরসাইকেলের চাকা পিছলে গিয়ে তিনি পড়ে যায়। 

তবে স্থানীয়দের দাবি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবর সড়কের উপর থাকা সয়াবিনের ওপর পড়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান। স্থানীয়রা ট্রাকটি জব্দ করেছে বলে জানা গেছে।

জানা গেছে, ২০২৩ সালে বাবর নোয়াখালীর সেনবাগ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ও তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। বাবরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম