Logo
Logo
×

সারাদেশ

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আইভী

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৬:১০ পিএম

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। শুধু আমাদের কারাগারে আনা হয়েছে এটুকুই বলতে পারছি। আমাদের কিছু প্রসেসিং আছে। সেই প্রসেসিংগুলো সম্পন্ন করা হচ্ছে।

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইভীকে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে আইভীকে গ্রেফতার করা হয়। জুলাইয়ের ছাত্র আন্দোলনে গুলিতে পোশাক শ্রমিক মিনারুল ইসলামের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আইভীকে ডিবি কার্যালয়ে নেওয়ার পথে পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা করে দুর্বৃত্তরা। ওই সময় পুলিশের দুই কনস্টেবলসহ পাঁচজন আহত হন।

কাশিমপুর আইভী আওয়ামী লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম