Logo
Logo
×

সারাদেশ

মধ্যরাতে সাবেক এমপি কায়কোবাদের বাড়িতে হামলার অভিযোগ

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৩:২৪ এএম

মধ্যরাতে সাবেক এমপি কায়কোবাদের বাড়িতে হামলার অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে মধ্য রাতে সাবেক এমপি এবং বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মধ্যরাতে নাজমুল হাসান নামের এক যুবক ওই হামলা করে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপি নেতাকর্মীরা এ অভিযোগ করেন।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, মাদকাসক্ত নাজমুল

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাড়ির দরজায় হামলা করে। উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশ খবর দিলে পুলিশ এসে তাকে আটক করতে গেলে তিনি পুলিশের সঙ্গে জোরজবরদস্তি করেন। পরবর্তীতে মুরাদনগরের ওসি আরও পুলিশ নিয়ে নিজেই এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জায়েদুর রহমান বলেন, নাজমুল হাসানের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে সে মামলায় চালান করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। গত রাতের ঘটনায় মামলা হলে জানাবো।

কুমিল্লা বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম