সোনারগাঁয়ে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ১
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১০ মে ২০২৫, ০৯:৩৯ পিএম
আলী আকবর খাঁন
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়ীয়ার চর মেঘনা টোলপ্লাজা এলাকায় শুক্রবার রাতে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পুলিশ একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তির নাম আলী আকবর খাঁন। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
শনিবার দুপুরে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশ গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
এ সময় পুলিশ রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে গাড়ির টুল বক্সের ভেতর থেকে একটি এসটারা মডেলের বিদেশি পিস্তল (রিভলভার) এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।
পিস্তল ও গুলি বহনকারী মোটরসাইকেল আরোহী আলী আকবর খাঁনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকবরের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামে। তার বাবা নাম আ. সাত্তার খাঁন।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, গ্রেফতার ব্যক্তির সঙ্গে থাকা পিস্তল ও গুলির বৈধ কোনো কাগজপত্র ছিল না। সে অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
