Logo
Logo
×

সারাদেশ

বিএসএফের পুশইন

আখাউড়া সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি, টহল জোরদার

Icon

আখাউড়া প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৩:৩৭ পিএম

আখাউড়া সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি, টহল জোরদার

ছবি: যুগান্তর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি এবং সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দা ও বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তঘেঁষা বাউতলা সিএনজি স্ট্যান্ডে রোববার (১১ মে) বেলা ১১টায় সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়সভায় ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আখাউড়া সীমান্তপথে ভারতীয় বিএসএফের পুশইন ইস্যু ছাড়াও অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান বন্ধ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্যধারণ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক নানা বিষয়ে আলোচনা করা হয়।

এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইন ঠেকাতে আখাউড়া সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি জওয়ানরা। সীমান্ত নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

সীমান্তে বিজিবির টহল

মতবিনিময়সভায় বিজিবি ৬০ ব্যাটালিয়নের আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার নূরুল আমীন ছাড়াও আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এবং যুগান্তর ও যমুনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু, বিজিবি হাবিলদার কামরুজ্জামান, সাংবাদিক শামীম আহমেদ, স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. জিতু মিয়াসহ ওই ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলোর বসবাসকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন।

মহিউদ্দিন মিশু বলেন, বিজিবির কর্মপরিধি শুধু সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোসহ নিয়মিত দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের সাহায্যে নানাবিধ মানবিক কার্যক্রম চালিয়ে থাকে বিজিবি জওয়ানরা।

আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার মো. নূরুল আমীন বলেন, ভারতীয় বিএসএফের পুশইন ঠেকাতে আখাউড়া সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় টহল জোরদারে রয়েছে বিজিবি জওয়ানরা। 

সীমান্ত আখাউড়া বিজিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম