Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতার মারপিটে যুবদল নেতা আহত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ মে ২০২৫, ১০:৩৮ পিএম

বিএনপি নেতার মারপিটে যুবদল নেতা আহত

বগুড়া জেলা বিএনপির এক দায়িত্বশীল নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাব্বির হুসাইন বাবলুকে মারপিটের অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে শহরে বাদুড়তলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত বাবলু জানান, বিষয়টি তিনি দলের ঊর্ধ্বতন নেতাদের অবহিত করেছেন। তিনি এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

বগুড়া জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হুসাইন বাবলু জানান, রোববার দুপুরে তিনি শহরের বাদুড়তলায় ওষুধ কেনেন। এরপর সেখানে নাহিদের চা স্টলে চা পান করতে যান। বেলা সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির ওই বিএনপি নেতা ৬-৭ জন সহযোগী নিয়ে সেখানে আসেন।

তিনি তাকে বলেন, তোমার কারণে আমাকে তারেক রহমান দেখতে পারেন না। তখন যুবদল নেতা বাবলু তার অপরাধ জানতে চাইলে তাকে দোষারোপ করা হয়। একপর্যায়ে বিএনপি নেতা উত্তেজিত হয়ে তাকে (বাবলু) মারধর করে চোখ ও হাতে জখম করেন। এ সময় হামলাকারী ওই বিএনপি নেতার সাথে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের ৬-৭ জন নেতাকর্মী ছিলেন।

নিজ দলের নেতার হাতে মারপিটের শিকার সাব্বির হুসাইন বাবলু দুঃখ করে বলেন,  গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের জেল-জুলুম, নির্যাতন ও অনেক কষ্ট করেছেন। এখন নিজের দলের নেতার কাছে তারা নিরাপদ নন। তাকে মারপিটের বিষয়টি জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে অবহিত করেছেন। তিনি শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া ঢাকায় সিনিয়র নেতাদের জানালে তারাও মারপিটকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছেন।

সাবেক ছাত্রদল ও যুবদল নেতা সাব্বির হুসাইন বাবলু বলেন, তার ওপর হামলাকারীর বিচারের ভার তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছেন।

তিনি আরও জানান, দলীয় নেতারা হামলাকারীর বিচার না করলে তিনি আইনের আশ্রয় নেবেন।

বগুড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম