Logo
Logo
×

সারাদেশ

‘পাচারকারীদের’ ফেলে যাওয়া ব্যাগে মিলল ৫০ হাজার ইয়াবা

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ১১:১৪ এএম

‘পাচারকারীদের’ ফেলে যাওয়া ব্যাগে মিলল ৫০ হাজার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। রোববার রাতে ঘুমধুম সীমান্তে এ অভিযান চালানো হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মিয়ানমার থেকে ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মাদকের চালান আসবে এমন খবর পায় বিজিবি। এর জেরে সীমান্ত এলাকার স্থানীয় আবুল হোসেনের বাড়ির পাশে ধানখেতে অবস্থান নেয় বিজিবির একটি দল। রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটের দিকে কাপড়ের ব্যাগ হাতে করে দুজন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওৎ পেতে থাকা বিজিবির সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুযোগে দ্রুত মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল মাদক কারবারিদের ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, পাচারকারীরা রাতের অন্ধকারে সুযোগ নিয়ে সীমান্ত ব্যবহার করে দেশে ইয়াবা ঢুকানোর চেষ্টা করে। তবে নিয়মিত টহল ও অভিযানের কারণে তাদের সে চেষ্টা সফল হচ্ছে না। জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী জনগণের সহায়তায় এ অভিযান সম্ভব হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ইয়াবা মিয়ানমার বিজিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম