ইউপি সদস্যের নেতৃত্বে হামলা ও লুটপাটের অভিযোগ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৫, ০১:৫৩ পিএম

ফলো করুন |
|
---|---|
পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে এক গৃহবধূর বাড়িতে হামলা, মারধর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য মহিদুল হক হেলাল মৃধার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার বড় শিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সালাম বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি
উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী ইউপি সদস্য মহিদুল হক হেলাল মৃধা নেতৃত্বে
১০ থেকে ১৫ জন হামলা চালায়। সঙ্গবদ্ধ হয়ে রড,
লাঠিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। বাধা দিলে তারা সালাম
বেগম ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এতে মো. নুরুল হক, সানজিদা আক্তার, সুমি আক্তারসহ
চারজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভিযোগে দাবি করা হয়, হামলার সময় হামলাকারীরা সালমা বেগমের আলমারি ভেঙে
নগদ এক লাখ ১০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ওসি বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’