ভাই হত্যার প্রতিশোধে গুলি করে হত্যাচেষ্টা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:১২ পিএম

মহেশপুরে ভাই হত্যার প্রতিশোধ নিতে ইব্রাহিম নামে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। রোববার রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা পাল্লাটিপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এ ঘটনায় সোমবার সকালে বাঘাডাঙ্গা খলিফাপাড়ার শামসুল মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম রফি ও বাঘাডাঙ্গা পাল্লাটিপাড়ার আব্দুল জলিলের ছেলে চঞ্চল হোসেনকে আসামি করে মামলা করা হয়েছে।
জানা গেছে, গুলিবিদ্ধ ইব্রাহিমের ভাই বাঘাডাঙ্গার চিহ্নিত সন্ত্রাসী ও জোড়া হত্যা মামলার পলাতক আসামি তরিকুল ইসলাম আকালে। এর আগে অভিযুক্ত রফিকুল ইসলামের ভাই ও চাচাকে গুলি করে হত্যা করেন তরিকুল ইসলাম ওরফে আকালে। ভাই হত্যার প্রতিশোধ নিতে রোববার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ইব্রাহিমকে লক্ষ্য করে গুলি করা হলে দুটি গুলি ইব্রাহিমের শরীরে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পলিয়ে যান। পরের দিন সকালে আহতের বোন বাদী হয়ে মহেশপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হিমানিষ জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাচেষ্টা করা হয়েছে। আহতের বোন বাদী হয়ে মামলা করেছেন। আসামিরা পলাতক রয়েছেন।