Logo
Logo
×

সারাদেশ

জীবননগর দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৪ জন আটক

Icon

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:৫৯ পিএম

জীবননগর দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৪ জন আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৪ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের আটক করে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে কাঁচা রাস্তার উপরে হাবিলদার মো. শাহীন মোল্লার নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক ১৪ জন নাগরিককে আটক করা হয়। তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এদের মধ্যে দুজন পুরুষ, বাকিরা নারী ও শিশু। তারা সবাই নড়াইল জেলার বাসিন্দা।

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, বিজিবি বাদী হয়ে মামলা করে তাদের থানায় হস্তান্তর করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম