আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৫, ০১:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বজ্রপাতে মো. শরিফ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অলিরবাজার জোরপুস্করনী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শরিফ ওই গ্রামের কামাল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত
শুরু হয়। এ সময় বাড়ির পাশে আম কুড়াতে যান শরিফ। পরে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে
পুলিশ পাঠানো হয়েছে।’
