Logo
Logo
×

সারাদেশ

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

Icon

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০১:০৮ পিএম

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বজ্রপাতে মো. শরিফ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অলিরবাজার জোরপুস্করনী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শরিফ ওই গ্রামের কামাল হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির পাশে আম কুড়াতে যান শরিফ। পরে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ 

কুমিল্লা বজ্রপাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম