Logo
Logo
×

সারাদেশ

সালেহা হত্যায় একজনের যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে জেল ৪ জনের

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৭:১১ পিএম

সালেহা হত্যায় একজনের যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে জেল ৪ জনের

আদালতে আসামিরা, ছবি- যুগান্তর

রংপুরে সালেহা বেগম হত্যা মামলায় মো. বুলবুল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় অন্য চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। নিহতের স্বামী মঞ্জুম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বুলবুল গংগাচড়া উপজেলার মৌভাষা বামনটারি চরের মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মামলার অন্য আসামি- মোজাম শেখের ছেলে মো. নুরুল আমিনকে এক বছর সশ্রম কারাদণ্ড, মোজাম শেখের ছেলে লালমিয়া ও মো. নুর আলম এবং নুর আলমের স্ত্রী মোছা. আফরোজা বেগমকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, বাদী মঞ্জুম আলীর পরিবারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আসামিদের বিরোধ চলে আসছিল। এর জেরে ২০১৮ সালে ৯ মার্চ বাদীর বসতবাড়িতে তার ছেলে সাজু মিয়াকে মারধর করেন আসামিরা। এ সময় ছালেহা বেগম ও তার অন্য ছেলে সাজুকে রক্ষা করতে এগিয়ে এলে আসামিদের হামলায় তারা গুরুতর আহত হন। একপর্যায়ে আসামি বুলবুল দা দিয়ে ছালেহা বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন বিকালে তার মৃত্যু হয়। পরে ছালেহার স্বামী মো. মঞ্জুম আলী বাদী হয়ে গংগাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হলে আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামিদের রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় পুলিশ। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. আব্দুল হক প্রামাণিক। 

রংপুর সালেহা হত্যা যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম