Logo
Logo
×

সারাদেশ

কেন্দুয়ায় বাবার বিক্রি করা সন্তান ফিরে পেয়েছেন মা

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৯:৫০ পিএম

কেন্দুয়ায় বাবার বিক্রি করা সন্তান ফিরে পেয়েছেন মা

আট বছর আগে শিরিনা আক্তারের বিয়ে হয় কেন্দুয়া উপজেলার  ফতেপুর গ্রামের সোহেল রানার সঙ্গে। সংসারে দুই মেয়ে। দাম্পত্য কলহে বিচ্ছেদ হয় তাদের। সোহেল অন্যত্র বিয়ে করেন।

শিরিনার অভিযোগ, সাত-আট দিন আগে তার সাবেক স্বামী ফতেপুর (শিশুটির দাদার বাড়ি) এসে এক বছরের শিশুসন্তান নিয়ে পালিয়ে গেছেন। শিরিনা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, সাবেক স্বামী সোহেল শিশুটিকে অন্যত্র ‘বিক্রি করেছেন’। কয়েকজনের পরামর্শে ৭ মে শিশু সহায়তা সুরক্ষার ১০৯৮ নাম্বারে ফোন করেন। 

এরপর কেন্দুয়ার ইউএনও এবং সমাজসেবা কর্মকর্তাকে জানালে তারা উদ্যোগী হন। তাদের চেষ্টায় শিশুটি ফিরেছে মায়ের কোলে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান বলেন, শিরিনা ১০৯৮ নাম্বারে কল দেন এবং তার সাবেক স্বামীর বিরুদ্ধে সন্তানকে অন্যত্র বিক্রি করার অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে সমাজসেবা বিভাগের শিশু সুরক্ষা সমাজকর্মী সুব্রত সরকারকে নিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করে কিশোরগঞ্জের মিঠামইনে যাই। সেখানে সোহেলকে জিজ্ঞাসাবাদের পর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার শিরিনা আক্তারের কাছে সন্তানকে বুঝিয়ে দেওয়া হয়।

সাবেক স্বামী সোহেল রানা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমানকে জানিয়েছেন, আমার সন্তান আমি নিয়ে এসেছি। বিক্রি করব কেন?

এ বিষয়ে কথা বলতে সোহেল রানার সঙ্গে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।

সমাজসেবা বিভাগের শিশু সুরক্ষা সমাজকর্মী সুব্রত সরকার জানান, শিরিনা আক্তারের মেয়ে শিশু খাদিজাকে পুনর্বাসনের জন্য সহায়তা করা হলে সুন্দর জীবন গড়ে উঠবে। 

মঙ্গলবার শিরিনা আক্তার বলেন, আমার দুধের সন্তানকে ফিরে পেয়েছি। আমি সরকারের কাছে দুই মেয়ের ভরণ-পোষণের জন্য সহযোগিতা চাই।

কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, মা খুশি, তার কোনো অভিযোগ নেই।

নেত্রকোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম