Logo
Logo
×

সারাদেশ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র পরীক্ষার্থীর বাড়িতে, ২ কক্ষ পরিদর্শক বহিষ্কার

Icon

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১০:৫১ পিএম

এসএসসি পরীক্ষার উত্তরপত্র পরীক্ষার্থীর বাড়িতে, ২ কক্ষ পরিদর্শক বহিষ্কার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে বাড়ি চলে যাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ওই কক্ষের পরিদর্শক মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শিলা রানী ও জোলাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা ২য়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১০ নম্বর কক্ষে হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী হাফিজুল রানা পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শেষে সে উত্তরপত্র জমা না দিয়ে উত্তরপত্র নিয়ে বাড়িতে চলে যায়। পরীক্ষা শেষে খাতা গুনে দেখা যায় একটি উত্তরপত্র নেই। পরীক্ষা কেন্দ্রে থাকা শিক্ষকরা বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা শিক্ষার্থীর বিদ্যালয়ে যোগাযোগ করেন এবং তার ঠিকানা সংগ্রহ করেন। পরে পুলিশ ও শিক্ষকরা ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে প্রায় দেড় ঘণ্টা পর উত্তরপত্র উদ্ধার করেন।

এ ঘটনা জানাজানির পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অন্য পরীক্ষার্থীর অভিভাবকরা। পরীক্ষা পরিচালনায় আরও সতর্কতা অবলম্বন এবং দায়িত্বশীলতা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে হবে বলে তারা জানান।

এ বিষয়ে ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো. আবু নাসেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি যদিও ভুলবশত হয়েছে। উত্তরপত্র অবশ্যই বোর্ডে জমা দিতে হয়। সেক্ষেত্রে ওই কক্ষের দায়িত্বপ্রাপ্তরা কেন উত্তরপত্র গুনে রাখেনি সেই বিষয়ে তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ সংক্রান্ত তথ্য ইউএনও অফিসে থাকে। আপনার দপ্তরে এ সংক্রান্ত তথ্য থাকার কথা কিনা- এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার জানান, দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিরোজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম