Logo
Logo
×

সারাদেশ

কুসিকের সেই নির্বাহী কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১০:৫৪ পিএম

কুসিকের সেই নির্বাহী কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং সিটি করপোরেশন নির্বাচনে সাবেক এমপি বাহার ও তার কন্যা তাহসিন বাহার সূচনাকে মেয়র নির্বাচনে সহযোগিতা করার অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। 

সোমবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে ২০ এপ্রিল তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) হিসেবে পদায়ন করা হলেও ১২ মে পর্যন্ত তিনি সেখানে যোগদান না করে কুসিকের নির্বাহীর পদে থাকার জন্য তদবির এবং দৌড়ঝাঁপ করে আসছিলেন। 

পরে বর্তমান কর্মস্থল কুমিল্লা সিটি করপোরেশন হতে তাকে তাৎক্ষণিক অবমুক্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

কুসিক সূত্র জানায়, বদলির ২১ দিন পরেও কুমিল্লা সিটি করপোরেশনে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন ছামছুল আলম। বদলি ঠেকাতে চালিয়েছেন নানামুখী তৎপরতা। অবশেষে ২১ দিন পর তাকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ডামি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের নৌকা প্রতীকে ভোট চাওয়ায় শোকজ করা হয় এই কর্মকর্তাকে। আওয়ামী লীগের পতন ও এমপি বাহার পালিয়ে গেলেও কিভাবে বহাল তবিয়তে আছেন এই কর্মকর্তা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছিল।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং সিটি করপোরেশন নির্বাচনে সাবেক এমপি বাহার ও তার কন্যা তাহসিন বাহার সূচনাকে মেয়র নির্বাচিত করার জন্য প্রত্যক্ষভাবে কাজ করেছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম।

এছাড়া একজন সরকারি কর্মকর্তা একই কর্মস্থলে টানা তিন বছরের বেশি থাকার নিয়ম না থাকলেও কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামসুল আলম এ জেলায় বিভিন্ন দফতরে ১৭ বছর ধরে কর্মরত আছেন। 

ছামসুল আলমের চাকরি জীবনের শুরুটা কুমিল্লায়। গত ১৭ বছরে তিনি ঘুরেফিরে এই জেলায় এসিল্যান্ড, ইউএনও, পরিবেশ অধিদফতরের কর্মকর্তা এবং সর্বশেষ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদ বদল করে এখানেই বহাল তবিয়তে আছেন।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলমকে একাধিকবার মোবাইল করা হলেও তিনি রিসিভ করেননি।

কুসিক কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম