Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়ায় মাছের ঘেরে মিলল ২ মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০১:০১ পিএম

আশুলিয়ায় মাছের ঘেরে মিলল ২ মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

আশুলিয়ার বাইপাইলের শান্তিনগর এলাকার একটি মাছের ঘের থেকে দুই মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: যুগান্তর

সাভারের আশুলিয়ায় একটি মাছের ঘের থেকে মাদ্রাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আশুলিয়ার বাইপাইলের শান্তিনগর এলাকার একটি মাছের ঘের থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) ও জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮)। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো বলে জানা গেছে।

পুলিশ বলছে, সকালে ওই মাছের ঘেরে পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা পুলিশে খবর দিলে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, ‘কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। লাশগুলো ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।’

আশুলিয়া মাছের ঘের লাশ মাদ্রাসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম