Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জে আ.লীগ ও যুবলীগের ৬ নেতা কারাগারে

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৬:৫২ পিএম

সুনামগঞ্জে আ.লীগ ও যুবলীগের ৬ নেতা কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে হাজির হয়ে আওয়ামী লীগ-যুবলীগের সাতজন আসামি জামিন আবেদন করেন।

তাদের মধ্যে ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত। গুরুতর অসুস্থ যুবলীগের ১ জনকে জামিন দেওয়া হয়েছে।

আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফজলুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান শাহ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ওরফে উকিল। 

জামিনপ্রাপ্ত হলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু।

আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী ৬ জনের জামিন নামঞ্জুরের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

এর আগে উচ্চ আদালত থেকে ৭ আসামি ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনপ্রাপ্ত হন। মঙ্গলবার জামিনের মেয়াদ শেষ হলে বুধবার আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ পৌর শহরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন।

মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, দুইজন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ১৫০ থেকে ২০০ জনকে।

সুনামগঞ্জ আওয়ামী লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম