জমির জন্য ছোট ভাইয়ের কবজি কেটে দিল বড় ভাই
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৮:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় জায়গা-জমি বিরোধের জের ধরে আবদুস সাত্তার বাদশা (২৫) নামে এক যুবকের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আপন বড় ভাই রমজান আলী মিশনের (৩২) বিরুদ্ধে ।
মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ছয় চৌকিদার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
আহত বাদশা ওই বাড়ির তোফাজ্জল হকের ছোট ছেলে।
ঘটনায় আহত আবদুস সাত্তার বাদশার স্ত্রী নুসরাত জাহান নুপুর (১৯) বাদী হয়ে সাত্তারের বড় ভাই রমজান আলী মিশনকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল। মঙ্গলবার রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকছিল বাদশা। এ সময় মিশনসহ অন্যরা গতিরোধ করে বাগবিতণ্ডার একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বাদশাকে হাতের কবজি, পাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাদশাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
