Logo
Logo
×

সারাদেশ

মাদকের ভয়াবহতা বিষয়ক জনসচেতনতামূলক উঠান বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০:৪১ পিএম

মাদকের ভয়াবহতা বিষয়ক জনসচেতনতামূলক উঠান বৈঠক

ঢাকার নবাবগঞ্জে মাদকের গ্রাম নামে পরিচিত শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকায় মাদকের কুফল ও যুবসমাজে মাদকের ভয়াবহতা বিষয়ক জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকায়  স্থানীয় যুব সমাজ ও গণ্যমান্যদের নিয়ে এ অনুষ্ঠান করা হয়। নবাবগঞ্জ উপজেলা তথ্যসেবা অফিস এর আয়োজন করে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামের সভাপতিত্বে এবং নবাবগঞ্জ উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাবাসসুম উলফাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হরগোবিন্দ সরকার অনুপ, নবাবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, শোল্লা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিনসহ সব ইউপি সদস্য। এছাড়া রুপারচর এলাকার ১৫০ জন তৃণমূল নারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা সমাজে মাদকের বিভিন্ন কুফল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।

ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম