ঠাকুরগাঁও সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদ্দল সীমান্ত এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গেলে এক বাংলাদেশি কৃষককে আটক করেছে বিএসএফ।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবির আওতাধীন জগদ্দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস-এর বিপরীতে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের চার বাংলাদেশি সীমান্তের শূন্যরেখা এলাকায় ঘাস কাটছিলেন। বিষয়টি ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা ওই চারজনকে আটকানোর চেষ্টা করে। পরে তিনজন বাংলাদেশি নাগরিক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করে বিএসএফ।
আটক ব্যক্তির নাম মো. আজিজুর (৪৫)। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মরতুজা। আটকের সময় বিএসএফ সদস্যরা পাশবিক নির্যাতন করে বলে একটি সূত্র জানায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক বাংলাদেশিকে ফেরত আনার জন্য বিকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল তানজির আহমেদ বলেন, ওই চারজন সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ তাদের আটকের চেষ্টা করলে একজন বিএসএফকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আরও দুজন এ সুযোগ পালাতে সক্ষম হয়। একজন ধরা পড়েন।
তিনি আরও বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।
উল্লেখ্য, গত কয়েক দিনে ৭ জন বাংলাদেশি আটক হয়েছেন বিএসএফের হাতে।
