যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন, সবাই দিনমজুর-অটোচালক
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কোনো ধরনের তদবির ও ঘুস ছাড়া কেবল শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকার বিনিময়ে মাদারীপুরে ১৬ জন চাকরিপ্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। তারা সবাই দিনমজুর-অটোচালক বলে জানা গেছে।
বুধবার মৌখিক পরীক্ষা শেষে সন্ধ্যায় পুলিশ লাইনসে নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার নাঈমুল হাছান।
মাদারীপুর পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন ১৪৫ জন পরীক্ষার্থী। এদের মধ্যে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৫ জন। পরে যাচাই-বাছাই করে তাদের মধ্য থেকে ৩ জনকে অপেক্ষমাণ রেখে ১৬ জনকে চূড়ান্ত করা হয়। চূড়ান্ত ১৬ জনই দিনমজুর ও অটোচালক বলে জানা গেছে।
নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং করে পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সবাই আজ এই জায়গায় এসেছেন। আপনারা সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এতে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।
এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
