Logo
Logo
×

সারাদেশ

গাইবান্ধায় টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৫:৪৭ পিএম

গাইবান্ধায় টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় টিনের চালে বৈদ্যুতিক তারের সংযোগ লেগে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- আবদাল হোসেন, তার ভাতিজা মিলন মিয়া ও মোশারফ হোসেন। 

সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামের বাসিন্দা মিলন মিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটারের তার খুলে ঘরের চালের সঙ্গে লেগে যায়। বিষয়টি বাড়ির কারও জানা ছিল না। দুপুরে মিলন মিয়া চালের পাতা পরিষ্কার করতে উঠলে বিদ্যুতায়িত হন। এ সময় তার চিৎকারে চাচা আবদাল হোসেন তাকে উদ্ধার করতে গেলে তিনিও তারে জড়িয়ে পড়েন। পরে বাড়ির স্বজনদের চিৎকারে প্রতিবেশী মোশারফ হোসেন নামে এক ব্যক্তি চালে উঠে দুজনকে উদ্ধার করতে যান। এতে তিনিও বিদ্যুতায়িত হয়ে আটকে পড়েন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে তিনজনের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মৃতদেহ উদ্ধার করেন। 

এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামা তমাল বলেন, বিষয়টি মর্মান্তিক। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

গাইবান্ধা বিদ্যুৎস্পৃষ্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম