Logo
Logo
×

সারাদেশ

ফতুল্লার বহিষ্কৃত বিএনপি নেতা বিমানবন্দরে গ্রেফতার

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৭:৪৩ পিএম

ফতুল্লার বহিষ্কৃত বিএনপি নেতা বিমানবন্দরে গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার সকালে চাঁদাবাজির মামলায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, চাঁদাবাজির মামলায় ঢাকা বিমানবন্দর থেকে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার রিয়াদকে নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে। তাকে আনতে জেলা পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে। রিয়াদকে নারায়ণগঞ্জে আনার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত বুধবার ফতুল্লার এক গার্মেন্টস ব্যবসায়ীকে তার গার্মেন্টস পুড়িয়ে দেওয়ার হুমকি দেন রিয়াদ চৌধুরী। এমন একটি ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম