Logo
Logo
×

সারাদেশ

কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তি স্থাপন, আনন্দ মিছিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৮:১১ পিএম

কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তি স্থাপন, আনন্দ মিছিল

কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তি স্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ‘বোয়ালখালী নাগরিক সমাজ’ নামে সংগঠন আনন্দ মিছিল করেছে।

এদিন সকাল ১০ টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্ত থেকে আনন্দ মিছিল সেতুর পূর্ব পাড়ে গিয়ে বোয়ালখালী নাগরিক সমাজের অন্যতম উদ্যেক্তা সাংবাদিক মুস্তফা নঈমের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, সাংবাদিক মনজুর মোরশেদ, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী, এস এম সেলিম, মোহাম্মদ রফিক, হাজী আবু আকতার, আ ন ম ইলিয়াস, নুরুল আবসার, ফায়াজ মেহের, ইব্রাহিম তালুকদার, গোলাম হোসেন নান্নু, ইব্রাহিম চৌধুরী মানিক প্রমুখ।

বোয়ালখালী, পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের স্বপ্নের সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করায় বক্তারা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, সড়ক সেতু ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফউজুল কবির খানসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।

সমাবেশ থেকে বোয়ালখালী সব মসজিদে আগামীকাল শুক্রবার জুম্মার নামাজে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য মসজিদ কমিটি ও খতিবদের প্রতি আহ্বান জানানো হয়। 

কালুরঘাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম