আ.লীগের ট্যাগ লাগিয়ে যুবদল কর্মীর নামে মামলা দিয়ে টাকা দাবির অভিযোগ
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৯:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে যুবদল কর্মী মজিদুল ইসলাম লিমনের বিরুদ্ধে সমন্বয়কের মা পরিচয়ে মামলা করেছেন এক নারী। শুধু মামলা করেই ক্ষান্ত হননি, মামলা তুলে নেওয়ার জন্য চেয়েছেন দেড় লাখ টাকা এবং টাকা না পেলে আরও মামলার হুমকি দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন ঘটনাই তুলে ধরেছেন ওই ভুক্তভোগী যুবদল কর্মী।
সংবাদ সম্মেলন যুবদল কর্মী মজিদুল ইসলাম লিমন জানান, গত ১১ জানুয়ারি রংপুর নগরীর নুরপুর ভাঙা ব্রিজসংলগ্ন বাসিন্দা মিজানুর রহমান মজনুর স্ত্রী মোছা. ছবি বেগমের পালিত ছাগল তাদের চারাগাছ খেয়ে ফেলে। যার কারণে তারা ছাগলটি ধরে উঠানে বেঁধে রাখেন। পরে ছবি বেগম ছাগল নিতে এলে তার মা ছোবেদা বেগম তাকে ছাগল বেঁধে রাখতে বললে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
তিনি আরও বলেন, একপর্যায়ে ছবি বেগমের স্বামী মিজানুর রহমান মজনু ও তার ছেলেমেয়েসহ অজ্ঞাতনামা ২-৩ জন লাঠিসোটা, রড নিয়ে আমার মাকে এলোপাতাড়িভাবে মারপিট করে এবং আমাদের দোকানে হামলা চালিয়ে দোকানের বেড়া ভাঙচুর ও মালামাল তছনছ করে। ৭ হাজার ৮০০ টাকা লুট করে নিয়ে যায়। আমাদের চিৎকারে অন্যরা এগিয়ে এলে তারা আমাদের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আহত মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ছবি বেগমের মেয়েরা এক সমন্বয়কের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আমাদের বিরুদ্ধে মামলা এন্ট্রি করান বলে জানা গেছে।
সংবাদ সম্মেলন লিমন জানান, ছবি বেগম একজন মামলাবাজ নারী। তিনি মামলা দিয়ে হয়রানি করেন এবং মামলা তুলে নেওয়ার জন্য চাঁদা দাবি করেন। টাকা দিলে মামলা তোলেন, না দিলে আরও মামলা দেওয়ার হুমকি প্রদান করেন। এভাবে তিনি প্রায় ২০ থেকে ২৫ জনের নামে মামলা করেছেন ইতোমধ্যে। আমাদের নামেও দুটি মিথ্যা মামলা করেছেন তিনি। মামলা তুলে নিতে ইতোমধ্যে দেড় লাখ টাকার প্রস্তাব দিয়েছেন। টাকা দিলে তিনি মামলা তুলে নেবেন। এমন একটি ভিডিও রয়েছে।
তিনি আরও বলেন, আমি ছাত্র অবস্থায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। বর্তমানে ২৬নং ওয়ার্ড যুবদলের সদস্য আমি। শুধু তাই নয়, আমি জুলাই আগস্টের আন্দোলনে জীবনকে তুচ্ছ করে রাজপথে সম্মুখসারিতে ছিলাম।
এ সময় ভুক্তভোগী ওই যুবদল কর্মী মামলাবাজ ছবি বেগমকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি তুলে তার ও পরিবারের নামে হওয়া মিথ্যা মামলা তুলে নেওয়ার অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মো. মোকছেদ আলী, মাজিদুল ইসলাম, মাইদুল ইসলাম, ছোবেদা বেগম, পারভীনসহ পরিবারের সদস্যরা।
