Logo
Logo
×

সারাদেশ

সাম্য হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের কালো ব্যাজ ধারণ-বিক্ষোভ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১১:০০ পিএম

সাম্য হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের কালো ব্যাজ ধারণ-বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানান।

মানববন্ধনে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তানজিলা বৈশাখী বলেন, আওয়ামী আমলে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি। এমনকি সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পরেও ছাত্রদলের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, অথচ বিচারের কোনো কার্যকর প্রক্রিয়া দেখা যাচ্ছে না।

তিনি বলেন, সাম্য হত্যার পর একটি বিশেষ গোষ্ঠী যে ঘৃণ্য ও কুৎসিত আচরণ করেছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা সাম্য হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার চাই। হাসিনা একদিনে ফ্যাসিস্ট হননি। একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি স্বৈরাচারী রূপে আবির্ভূত হয়েছেন। আজ যখন ইন্টেরিম সরকার নিয়েও প্রশ্ন উঠছে, তখনই আমাদের সচেতন হতে হবে। ইন্টেরিম সরকার পুরোপুরি ফ্যাসিস্ট রূপ ধারণ করার আগেই সবাইকে রাস্তায় নামতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে। কিছুদিন আগে ছাত্রদল নেতা পারভেজকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্যকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার দায়ভার স্বীকার করে জড়িতদের বিচার নিশ্চিত করার পাশাপাশি জাবির প্রক্টর ও উপাচার্যের পদত্যাগ দাবি করছি।

তিনি আরও বলেন, সামনে জাকসু নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে এখনো ছাত্রলীগ ক্যাম্পাসের হলগুলোতে অবস্থান করছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি। আমরা দাবি জানাচ্ছি- নির্বাচনের পূর্বেই এদের বিচারের আওতায় এনে ক্যাম্পাসকে নিরাপদ করতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম