প্রবাসী সাংবাদিক সাইফুর রহমান সাগরকে সম্মাননা দেওয়া হচ্ছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় ফেস দ্যা পিপলের উপস্থাপক প্রবাসী সাংবাদিক সাইফুর রহমান সাগরকে সম্মাননা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানে জনসাধারণের পক্ষে বিশেষ ভূমিকা পালনের জন্য বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির উদ্যোগে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মামনা প্রদান উপলক্ষে নগরীর নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে একটি অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
সাইফুর রহমান সাগর জেলার লালমাই উপজেলার বাসিন্দা। ফ্যাসিবাদের রোষানলে
পড়ে তিনি দীর্ঘ এক দশক কানাডায় অবস্থান করেন। তিনি ফ্যাসিবাদের আগ্রাসনের বিরুদ্ধে
ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করেছেন।
কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক শাহজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ
সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমিন উর রশীদ ইয়াছিন।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক
অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, ডা. আব্দুল লতিফ, অজিত গুহ কলেজের অধ্যক্ষ শরীফুল
ইসলাম, রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক
সভাপতি আবুল হাসনাত বাবুল, যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, এখন
টেলিভিশনের ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল
ইসলাম মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।
