বকশীগঞ্জে পাটখেতে পাওয়া দগ্ধ নারীর লাশ দেখতে ভিড় করছে উৎসুক জনতা। ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার একটি পাটখেত থেকে দগ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের নূর আলীর খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ২৫
থেকে ২৭ বছর বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বান্দেরপাড় গ্রামের
নূর আলীর পাটখেতে ধোঁয়া উড়তে দেখে গ্রামবাসী। পরে তারা সেখানে গিয়ে দেখেন, এক নারীর
শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের অনেক অংশ আগুনে পুড়ে গেছে।
পরে গ্রামবাসী পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশে আগুনে
পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ
উদ্ধার করেছেন। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না। লাশটির পরিচয় শনাক্তের
জন্য পিআইবিকে খবর দেওয়া হয়েছে।’
