শ্রীনগরে মধ্যরাতের আগুনে পুড়ল শতাধিক দোকান
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৫, ০১:৪৫ পিএম
শ্রীনগর সদর বাজারে আগুনে নেভানোর পর ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীনগর সদর বাজারে অগ্নিকাণ্ড হয়েছে। এতে বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে লাগা এ আগুনে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ২টার দিকে বাজারের মধ্য অংশের একটি দোকান
থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে
পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে
আগুনের লেলিহান শিখা বাজারের বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের আরও
পাঁচটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। তাদের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
আসে। কিন্তু এর আগে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ‘ছয় ইউনিটের
তিন ঘণ্টার চেষ্টার পর শুক্রবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত
সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্তের পর সুনির্দিষ্ট কারণ বলা যাবে।’
ওই বাজারের ব্যবসায়ী মো. হোসেন বলেন, ‘একটি গলির আগুন নিয়ন্ত্রণে এলেও
অন্য গলিতে আবার নতুন করে আগুন ছড়িয়ে পড়ে। ফলে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে
হিমশিম খেতে হয়।’
