অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৪:০৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বিকালে উপজেলার রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বামনী ব্রিকস ম্যানুফ্যাকচার কোম্পানি (বিবিএমসি) নামে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
জানা যায়, ওই ভাটাটি পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স
ছাড়াই পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে সম্পূর্ণ অবৈধভাবে
ইটভাটা পরিচালনা করে আসছে এ ভাটা মালিক।
অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এবং জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নুর হাসান
সজীব।
ইউএনও বলেন, ‘হাইকোর্ট ডিভিশনের নির্দেশনার আলোকে জেলা
পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় রামপুর ইউনিয়নের বিবিএমসি ব্রিকসে অভিযান চালিয়ে তা বন্ধ
করে দেওয়া হয়েছে। এ সময় ভাটার চিমনি, কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।’
