Logo
Logo
×

সারাদেশ

খালে ডুবে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৬:১৬ পিএম

খালে ডুবে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

প্রতীকি ছবি

নেত্রকোনার কলমাকান্দায় খালের পানিতে ডুবে হাবিবুর রহমান (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া টাঙ্গাইল খালে এ ঘটনা ঘটে। 

মৃত হাবিবুর ওই গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে এবং আতকাপাড়া স্যায়িদুনা ওমর (রা.) হিফজুল কুরআন কওমি মাদ্রাসায় হিফজ বিভাগের শিক্ষার্থী। 

জানা গেছে, হাবিবুর শুক্রবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যায়। সেখানের টাঙ্গাইল খালে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে নামে সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে তার বন্ধুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন। 

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

কলমাকান্দা মাদ্রাসা খালে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম