Logo
Logo
×

সারাদেশ

জমি দখলে বাধা, বন বিভাগের ৫ কর্মকর্তাকে কুপিয়ে জখম

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:৪৫ এএম

জমি দখলে বাধা, বন বিভাগের ৫ কর্মকর্তাকে কুপিয়ে জখম

সাভারে বন বিভাগের জমি দখলে বাধা দিতে গেলে বন কর্মকর্তাসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে ভূমিদস্যুরা। এ ঘটনায় সাভার বিরুলিয়া ইউনিয়ন বন বিভাগ কর্মকর্তা মহিদুর ইসলামসহ ৫ জনকে সাভার ও ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত এলাকার বিট রেঞ্জার অফিসার মহিদুর রহমানকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

মোবাইল ফোনে মহিদুরের স্ত্রী যুগান্তরকে জানান, তার কয়েকটি স্থানে অস্ত্রোপচার করা হয়েছে। তার হাত পা ও মাথায় কয়েকটি সেলাই করা হয়েছে।

অফিসের এক কর্মচারী জানান, শুক্রবার সন্ধ্যার পর এলাকার কয়েকজন ভূমিদস্যু বন বিভাগের জমি দখল করতে যায় ও একটি সাইনবোর্ড লাগায়। খবর শুনে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গেলে তাদের বেধড়ক মারপিট করে ভূমিদস্যুরা। এতে ৮-১০ জন আহত হলেও ৫ কর্মকর্তা গুরুতর আহত হন।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া রাত সাড়ে ১০টায় এ খবর নিশ্চিত করে বলেন, সাভারের বিরুলিয়া ইউনিয়নে বন বিভাগের সরকারি সম্পত্তিতে সাইনবোর্ড লাগিয়ে দখলের চেষ্টা করতে যায় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র। এ সময় বাধা দিতে গেলে বন বিভাগের কর্মকর্তাসহ ৫ জনকে কুপিয়ে আহত করে ওই চক্রের সদস্যরা। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছ।

তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ না পাওয়ায় কোনো মামলা হয়নি।

সাভার বন বিভাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম