Logo
Logo
×

সারাদেশ

যুক্তরাষ্ট্রের জেলফেরত যুবলীগ নেতা বিমানবন্দরে আটক

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৯:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের জেলফেরত যুবলীগ নেতা বিমানবন্দরে আটক

আজম পাশা চৌধুরী রুমেল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জেল থেকে ফেরত পাঠানো কোম্পানীগঞ্জ উপজলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে (৪৬) আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে আজম পাশা চৌধুরী রুমেল পলাতক ছিলেন। এরমধ্যে তিনি দুবাই ও মেক্সিকো হয়ে সীমান্ত পথে যুক্তরাষ্ট্র প্রবেশ করেন। সেখানে প্রায় তিনমাস জেলে থাকার পর শনিবার (১৭ মে) তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, সকালে ইমিগ্রেশন পুলিশ আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে আসামি আজম পাশাকে আনার জন্য বিমানবন্দর থানায় পুলিশ পাঠিয়ে নোয়াখালীতে নিয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে ছাত্রশিবির কর্মী হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে।

জেলফেরত যুবলীগ নেতা বিমানবন্দর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম