Logo
Logo
×

সারাদেশ

ব্যাটারি রিকশাচাপায় শিশুর মৃত্যু

চিরতরে থেমে গেল ‘ময়ূরাক্ষী’র গান

Icon

যুগান্তর প্রতিবেদন ও টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৫:২৪ এএম

চিরতরে থেমে গেল ‘ময়ূরাক্ষী’র গান

ময়ূরাক্ষী রায়।

গান শেখার উদগ্র বাসনা ছিল ৬ বছরের শিশু ময়ূরাক্ষী রায়ের। তাই মা সংগীতা রায় মেয়েকে ভর্তি করান গানের স্কুলে। মায়ের সঙ্গেই প্রতিদিন যেত গানের স্কুলে। সেই স্কুল থেকে গান শিখে ফেরার পথে মায়ের সামনেই ব্যাটারিচালিত রিকশাচাপায় গুরুতর আহত হয়ে মারা গেল ছোট্ট ফুটফুটে শিশুটি। 

শনিবার বিকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় ময়ূরাক্ষীকে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। 

জানা গেছে, দুই ভাইবোনের মধ্যে বড় ছিল ময়ূরাক্ষী। টঙ্গীবাড়ী সানরাইজ কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে। বাবার নাম মহানন্দ রায়। উপজেলার ঘোষ বাড়ি নিবাসী ছিল সে। এছাড়া মুন্সীগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নবীন কুমার রায়ের ভাতিজি ময়ূরাক্ষী। 

ঢামেক হাসপাতালে শনিবার রাত ১০টার দিকে সরেজমিন গিয়ে দেখা গেছে, হাসপাতাল মর্গে স্ট্রেচারে পড়ে আছে ময়ূরাক্ষীর নিথর দেহ। তার মুখসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বাঁ-হাতে লাগানো রয়েছে ক্যানোলা। মা সংগীতা রায় আহাজারি করছেন আর বারবার মেয়ের লাশ বুকে জড়িয়ে ধরছেন। মৃত্যুর খবর শুনে স্বজনরা ছুটে আসেন হাসপাতালে। সেখানে এক হৃদয়বিদায়ক পরিস্থিতি সৃষ্টি হয়। 

হাসপাতালে নিহতের মামা সুজন রায় জানান, ময়ূরাক্ষীর গান শেখার শখ ছিল। মায়ের সঙ্গেই রিকশায় গানের স্কুল থেকে এসে বাড়ির সামনে নামে। তার মা যখন রিকশা ভাড়া গুনছিলেন তখন দৌড়ে ময়ূরাক্ষী রাস্তার ওপরে যায়। তখনই একটি ব্যাটারিচালিত রিকশায় চাপা পড়ে গুরুতর আহত হয় সে। পরে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অটোচালক পলাতক রয়েছেন। 

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়ূরাক্ষী টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম