Logo
Logo
×

সারাদেশ

ঝড়ে গাছের ডাল পড়ল দোকানে, প্রাণ গেল নারীর

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:৫২ এএম

ঝড়ে গাছের ডাল পড়ল দোকানে, প্রাণ গেল নারীর

গোবিন্দগঞ্জে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়েছে দোকানের ওপর। ছবি : যুগান্তর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে ভেঙে পড়া গাছের ডালের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিহতের স্বামীও গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার রাখালবুরুল পীরপল বাজারে এ দুঘর্টনা ঘটে।

নিহত শাপলা বেগম (৩৮) রাখালবুরুজ ইউনিয়নের পীরপল গ্রামের খোকা মিয়ার স্ত্রী। তিনি ওই বাজারে চা বিক্রেতা ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাস বইছিল। ওই সময় শাপলা বেগম ও তার স্বামী খোকা নিজেদের দোকানে ছিলেন। হঠাৎ দোকানের পাশে থাকা বটগাছের একটি বড় ডাল চায়ের দোকানের টিনের চালার ওপর পড়ে। এ সময় গাছের ডালের নিচে পড়েন দুজনই। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দেখতে পান শাপলা বেগম মারা গেছেন। আর খোকা মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোবিন্দগঞ্জ ঝড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম