Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোনায় ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:৫৪ পিএম

নেত্রকোনায় ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

মগড়া নদীর ওপর রেল সেতুতে আটকে আছে মোহনগঞ্জ এক্সপ্রেসের ১১ বগি। ছবি : যুগান্তর

নেত্রকোনায় ১১ বগি রেখেই চলে যায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন। অবশেষে বগিগুলোকে সরানো হয়েছে। এতে প্রায় পাঁচ ঘণ্টা পর ময়মনসিংহ-মোহনগঞ্জ রেল যোগাযোগ সচল হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ রেললাইনের চল্লিশার মগড়া নদীর ওপর রেল সেতুতে আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসের সংযোগ হুক ভেঙে যায়। এতে করে ১১টি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেতুতেই বগিগুলো রেখেই চলে যায় ট্রেনটি। এর ফলে মোহনগঞ্জ-ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

বগিগুলো বিচ্ছিন্ন হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর ময়মনসিংহ থেকে আসা একটি লোকোমোটিভ ১১ বগিকে সরিয়ে নিয়ে যায় নেত্রকোনা বড় রেলস্টেশনে। পরে রাত সাড়ে ১২টার দিকে পুনরায় চালু হয় রেল যোগাযোগ।

স্থানীয়রা জানায়, নেত্রকোনা শহরের যাত্রীরা নেমে বিভিন্নভাবে চলে আসতে পারলেও বারহাট্টা ও মোহনগঞ্জগামী যাত্রীদের বগিগুলোতেই বসে থাকতে হয়। খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এবং নেত্রকোনায় চলে আসা ট্রেনের লোকোমোটিভ গিয়ে বগিগুলো উদ্ধার করে নেত্রকোনা স্টেশনে পৌঁছে রাত ১২টায়।

নেত্রকোনার সাতপাই রেলস্টেশনের বুকিং সহকারী নজরুল ইসলাম বলেন, ‘আকস্মিক দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলের সিডিউলে পাঁচ ঘন্টার বিপর্যয় ঘটেছে। তবে আশা করা যাচ্ছে রোববারের মধ্যে সিডিউল ঠিক হয়ে যাবে।’

নেত্রাকোনা রেল মোহনগঞ্জ এক্সপ্রেস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম