Logo
Logo
×

সারাদেশ

ভুট্টা বোঝাই ট্রাক উল্টে নিহত হেলপার

Icon

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৩:৫৮ পিএম

ভুট্টা বোঝাই ট্রাক উল্টে নিহত হেলপার

জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টা বোঝাই ট্রাক উল্টে রাশেদ নামে এক হেলপার নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার তারাটিয়া সড়কে মধ্যেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিষকাঠালী গ্রামের সবুজ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাটিয়া এলাকা থেকে ভুট্টা বোঝাই করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় একটি ট্রাক। যানটি মধ্যেরচর পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। এ সময় ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা দেয়। এতে যানটি উল্টে যায়।

ওই সময় ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের হেলপার। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হেলপারকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক আব্বাস আলী সরদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেওয়ানগঞ্জ সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম