Logo
Logo
×

সারাদেশ

প্রেমের বিয়ের ৩৫ বছর পর নারীর আত্মহত্যা, বাবার বিরুদ্ধে ছেলের মামলা

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৭:১২ পিএম

প্রেমের বিয়ের ৩৫ বছর পর নারীর আত্মহত্যা, বাবার বিরুদ্ধে ছেলের মামলা

নাটোরের লালপুরে বিয়ের ৩৫ বছর পর মেরিনা (৫২) নামের এক নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। স্বামীর পরকীয়ায় তার আত্মহত্যার কারণ বলে অভিযোগ তার ছেলের। এ ঘটনার জেরে বাবার বিরুদ্ধে মামলা করেছেন ছেলে।

শনিবার ভোরে উপজেলার রামানন্দপুর গ্রামে আত্মহত্যার এ ঘটনা ঘটে। আর এ ঘটনায় মেরিনার স্বামী গোলাম রসুল বুদুর (৫৫) বিরুদ্ধে মামলা হয়েছে।

বুদু রামানন্দপুর গ্রামের মৃত হায়দার শেখের ছেলে এবং তার স্ত্রী মেরিনা একই গ্রামের মৃত মেছের উদ্দিন প্রামাণিকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুলু ও মেরিনা দীর্ঘ ৩৫ বছর পূর্বে প্রেম করে বিয়ে করেন। বর্তমানে তাদের ঘরে ১ ছেলে ও ১ট মেয়ে রয়েছে। তাদের সন্তানরাও বিবাহিত। মায়ের মৃত্যুর অভিযোগে শনিবার দুপুরে ছেলে বুলবুল আহমেদ সোহাগ বাবার বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেছেন।

অভিযোগে সোহাগ জানান, শুক্রবার রাত ১১টার দিকে বাবা-মার চিৎকার চেঁচামেচি শুনে আমি তাদের সামনে যাই। আমার সামনেই আমার মাকে আমার বাবা বেদম মারপিট করেন। আমি তাদের মধ্যে মীমাংসা করে দিয়ে আমার রুমে শুয়ে পড়ি। শনিবার সকাল ৭টার সময় আমি ঘুম থেকে উঠে আমার মায়ের ঘরের দরজা খোলা দেখি। এ সময় মাকে না পেয়ে বাড়ির আশপাশ খোঁজাখুঁজি করি। পরে বাড়ির পেছনে একটি জাম্বুরার গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকা অবস্থায় মাকে দেখতে পাই। এ সময় আমার চিৎকার শুনে এলাকাবাসী এলে তারা আমার মায়ের হাতে একটি চিরকুট পান। সেখানে তিনি মৃত্যুর জন্য আমার বাবা এবং একটি পরিবারকে দায়ী করেছেন।

এ বিষয়ে লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম