Logo
Logo
×

সারাদেশ

বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৭:১৪ পিএম

বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

চট্টগ্রামে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে চকবাজার থানায় জিইসি মোড় এলাকার ‘বশর ভিলা’ নামে একটি ভবনের নিচে এ ঘটনা ঘটে।

তারা হলেন- মিরসরাই উপজেলার পূর্ব গোলমগরা এলাকার আবু তৈয়ব ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার রবিউল ইসলাম।

পুলিশ জানায়, রোববার ভোরে বৃষ্টির কারণে বশর ভিলার নিচে জলজটের সৃষ্টি হয়। দুপুরের দিকে আবু তৈয়ব বিদ্যুতের বোর্ডের সংযোগ মেরামত করতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাকে ছাড়াতে যান রবিউল ইসলাম। সঙ্গে সঙ্গে তিনিও বিদ্যুতায়িত হন। দুইজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। তাদের মরদেহ  চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম